কিশোরগঞ্জে সোনালী ব্যাংক কর্তৃক শীতবস্ত্র ও মশারী বিতরণ

সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিস কিশোরগঞ্জ দুঃস্থ, অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কম্বল এবং একইসাথে ডেঙ্গু প্রতিরোধে মশারী বিতরণ করেছে।

রবিবার (১৫ জানুয়ারী) সকালে কিশোরগঞ্জের সোনালী ব্যাংক চত্বরে কম্বল এবং ডেঙ্গু প্রতিরোধে মশারী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ড. দৌলতুন্নাহার খানম। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় প্রধান ও জেনারেল ম্যানেজার জাহিদুল ইসলাম মোল্যা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ অঞ্চলের আঞ্চলিক প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম সিদ্দিকী। কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি তথা সিএসআর এর আওতায় প্রতিবছরের ন্যায় এবারো দেশের সকল অঞ্চলে কম্বল বিতরণের পাশাপাশি এবছর ডেঙ্গু প্রতিরোধে মশারী বিতরণ করা হচ্ছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সোনালী ব্যাংক লিমিটেড দেশ্যব্যাপী কম্বল ও মশারী বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হাসান আহমেদ মঈন, দিলীপ কুমার পাল এবং কিশোরগঞ্জ শাখার শাখা প্রধান ও এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আব্দুল আউয়াল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুজ্জামান খান।