কুবিতে আইকিউএসির দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়ে “Service rules, office management, Disciplinary and Leave Rules ” শীর্ষক দিনব্যাপী কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল রুমে এ কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

আইকিউএসি পরিচালক ড. আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. এ এম এফ আব্দুল মঈন। রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ-সচিব ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী পরিচালক ড. শফিকুল ইসলাম এবং আইকিউএসি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ গোলাম মুর্তাজা।।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড.এ এমএফ আব্দুল মঈন বলেন, আমাদের কোন কাজকে সুষ্ঠ এবং সঠিক ভাবে সম্পন্ন করার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ মানুষের কাজের দক্ষতাকে বাড়িয়ে তুলে। আমি শিক্ষা ও গবেষণার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়কে লিডিং বিশ্ববিদ্যালয় হিসেবে গড়তে তুলতে চাই। এক্ষেত্রে কর্মচারীরাও তাদের কাজ দিয়ে আমাদের সহযোগিতা করতে হবে।