কুড়িগ্রামে বিদ্যানন্দ রেস্টুরেন্টে অসহায় ক্ষুধার্ত মানুষের জন্য ১ টাকায় খাবার

কেমন হতো যদি অসহায় ক্ষুধার্ত মানুষেরা মাত্র ১ টাকার বিনিময়ে রেস্টুরেন্টে ইচ্ছেমতো পছন্দের খাবার পেট পুরে খেতে পারতো! এবার কল্পনা নয় অসহায় ক্ষুধার্ত মানুষের সত্যি সেই ভাবনা বাস্তবে রূপ দিল বিদ্যানন্দ ফাউন্ডেশন।

দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতিতে সাধারণ মানুষের যখন হাসফাস অবস্থা ঠিক সেই সময় ১ টাকার বিনিময়ে অসহায় ক্ষুধার্ত মানুষের খাবারের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী বিদ্যানন্দ ফাউন্ডেশন। এখানে ভাত, মাছ, মাংস, ডাল, সবজি, ডিম, সালাদ, ফল, মিষ্টান্ন, কোল্ড ড্রিংস সহ প্রায় ডজন খানেক আইটেম রয়েছে। ১ টাকায় বাহারি সব খাবার খেয়ে খুঁশি এখানকার ছিন্নমুল মানুষ।

কুড়িগ্রামের হলোখানা ইউনিয়নের চর সুভারকুটি গ্রামে বিদ্যানন্দ ফাউন্ডেশন নিজস্ব জায়গায় স্থাপন করেছে নান্দনিক ডিজাইনের এই বিশেষ রেস্টুরেন্ট। প্রতিদিন গড়ে প্রায় ৫০০ মানুষ এই রেস্টেুরেন্ট থেকে খাবার খাচ্ছে। এখানে রয়েছে পেশাদার বাবুর্চি, রেস্টুরেন্ট স্টাফ, মেন্যু কার্ড এবং বাহারি সব পুষ্টিকর খাবার। দারিদ্রপীড়িত জেলা কড়িগ্রামে এমন ব্যতিক্রমী সেবার আয়োজন করে সাধারণ মানুষের মন জয় করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

চর সুভারকুটি গ্রামের মর্জিনা বেগম বলেন, জিনিসের যে দাম তাতে ৬ মাসে একদিন গোস্ত কেতে পাই না। বিদ্যানন্দ আমার সেই দুঃখ ঘুচিয়েছে।

একই এলাকার বৃদ্ধ রহিমা বেগম বলেন, বর্তমান যুগে ১ ট্যাকার কোন দাম নাই। হামরা বিদ্যানন্দে ১ ট্যাকার দাওয়াতে পেট ভরে গোস্ত-পোলাউ খাবার পাই।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের জনসংযোগ প্রধান সালমান খান ইয়াছিন জানান, অসহায় ক্ষুধার্ত মানুষের অন্ন্যের জোগান দিতে সপ্তাহে দু’দিন এই রেস্টুরেন্ট চলবে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের মেম্বার জামাল উদ্দিন বলেন, দেশের সর্বোচ্চ দারিদ্রসীমার নিচে বসবাস করে কুড়িগ্রামের মানুষ। তাদের কথা বিবেচনা করে ধনী-গরিবের বৈষম্য দূর করতে আমাদের এই আয়োজন। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে প্রতিদিন গরিব-ছিন্নমুল মানুষকে খাওয়া সম্ভব হবে। এজন্য সবাইকে এগিয়ে আসা দরকার।