কুয়েতে তেলের পাইপ লাইনে ছিদ্র! এলাকায় জরুরি অবস্থা ঘোষণা

কুয়েতের পশ্চিমাঞ্চলে তেলের খনির পাইপ লাইন ছিদ্র হয়ে তেল ছড়িয়ে পড়ছে সারা মরুভূমিতে। ওই খনির আশপাশের এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলন ও সরবরাহ কোম্পানি। তেল কোম্পানিটির মুখপাত্র কুসাই আল আমের এক বিবৃতিতে জানিয়েছেন, খনিটির অবস্থান কুয়েতের পশ্চিমাঞ্চলে। এখন পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটেনি। কুয়েতের সহায়নী গণমাধ্যম আল রাই ও আরব টাইমস এ খবর নিশ্চিত করেছে।

সোমবার (২০ মার্চ) দেশটির পশ্চিমাঞ্চলের তেলের খনি থেকে তেল ছড়িয়ে পড়ার জরুরি অবস্থা ঘোষণা করে রাষ্ট্রীয় তেল কোম্পানি (কেওসি)। তেল উৎপাদনেও কেনো ব্যাঘাত ঘটেনি বলে বিবৃতিতে জানানো হয়েছে।

কুয়েত তেল কোম্পানির মুখপাত্র আরও জানান, তেলের খনিতে পাইপ লাইন ছিদ্র হয়ে ছড়িয়ে পড়ছে তেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিম পাঠানো হয়েছে। কুয়েতে তেল কোম্পানির টুইটার একাউন্টে ও এখবর পোস্ট করা হয়েছে।

কুয়েত বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশ যার শতকরা ৯০ ভাগ রাজস্ব আয় আসে তেল থেকে। কুয়েত অয়েল কোম্পানি এর আগে ২০১৬ ও ২০২০ সালে পাইপ লাইন ছিদ্র হয়ে ছড়িয়ে পড়ার কথা জানিয়েছিলো।