খাগড়াছড়ির মহালছড়িতে পানিতে ডুবে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

খাগড়াছড়ি পার্বত্য জেলা পৃথক ঘটনায় দীঘিনালা উপজেলার ১জন ফাঁস লাগানো ও মহালছড়ি উপজেলাতে পানিতে ডুবে ২ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দীঘিনালা উপজেলায় গলায় ফাঁস লাগানো এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাঁতে উপজেলার মধ্য বোয়ালখালীর(পশ্চিমপাড়া) অনাথ আশ্রম এলাকার আমতলায় গাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবকের নাম মো: শাহাদাৎ হোসেন(২২) একই এলাকার আবু হানিফ’র পুত্র। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ একেএম পেয়ার আহমেদ বলেন, লাশ ময়না তদন্তের জন্য আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এদিকে মহালছড়ি উপজেলাতে পানিতে ডুবে ২ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার(১০ই জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাইসছড়ির জামতলা গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের সুপায়ন চাকমার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে পরাণ গুলো চাকমা(৯) ও দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ছেলে চম্পক চাকমা(৬)। নিহতরা জামতলা গ্রামের সুপায়ন চাকমার সন্তান।

পানিতে ডুবে দুই ভাই-বোন একসাথে মারা যাওয়া পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে মহালছড়ি জোনের সেনাবাহিনী। রোববার(১১ই জুলাই) সকাল ১০টায় মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরাফাত হোসেন পিএসসি, উপজেলার পাকুজ্যাছড়ি জামতলা গ্রামে মারা যাওয়া দুই শিশুর বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের খোঁজ খবর নেন এবং মারা যাওয়া দুই ভাই-বোনের বাবা সুপায়ন চাকমার নিকট মহালছড়ি জোনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।

ঘটনার বিবরনে জানা যায়, শনিবার আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে জামতলার একই গ্রামে পাশাপাশি দাদুর বাড়িতে দুই ভাই-বোন একসঙ্গে বেড়াতে যায়। ফেরার পথে বাড়ির পার্শ্ববর্তী ডোবার পানিতে পড়ে যায়। স্থানীয়রা শিশু দু’টিকে ডোবায় ভাসতে দেখে দ্রæত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগে তাদের মৃত্যু হয়।

নিহতের অবিভাবক(পিতা) সুপায়ন চাকমার জানান, তার দুই সন্তান দুপুরে দাদার বাড়ি থেকে ফেরার পথে ডোবার পানিতে খেলতে গিয়ে ডুবে যায়। পরে খোঁজাখুঁজি করে ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে।

৪নং মাইসছড়ি ইউনিয়ন পরিষদের(ইউপি) চেয়ারম্যান সাজাই মারমা জানান, ডোবার পানিতে পড়ে দুই ভাই-বোনের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের কেউ অভিযোগ দিলে মামলা নথিভূক্ত করা হবে।

জেলার মহালছড়িতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জোন অধিনায়ক বলেন, ঘটনাটি খুবই দু:খজনক। ছোট ছোট ছেলে-মেয়েরা বেশির ভাগ বর্ষার মৌসুমে বৃষ্টির পানিতে খেলতে ভালোবাসে। এ সময়টাতে সবসময় ছেলে-মেয়েদের প্রতি খেয়াল রাখতে হবে। তাই সকলকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত শনিবার(১০ই জুলাই) উপজেলার পাকুজ্যাছড়ি জামতলা নামক গ্রামে পানিতে ডুবে এক পরিবারের দুই শিশু(আপন ভাই-বোন) এক সাথে মারা যায়।