খাগড়াছড়ির লক্ষ্যাছড়িতে চান্দের গাড়ি দুর্ঘটনায় চালক নিহত, সহকারী আহত

খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্যাছড়ি উপজেলার ময়ূরখীল এলাকায় লক্ষ্যাছড়ি-ফটিকছড়ি সড়কে লাকড়ি বোঝাই চান্দের গাড়ি(জিপ) কুুষ্টিয়া-ক-২৯৩ ঢালু রাস্তায় উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে জমিতে পড়ে গাড়ি চালক মো: এখলাস মিয়া(২৮) মারা গেছে। সে মানিকছড়ি উপজেলার বড়ডলু ডিপি পাড়ার বদিউল আলমের ছেলে। এসময় গাড়ির সহকারী আহত হন।

শুক্রবার (১৭ই মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে লক্ষ্যাছড়ির ১০নং ময়ূরখীল স্কুল রোড দিয়ে ফটিকছড়ি যাওয়ার পথে মংহ্লাপাড়া সেতুর সংলগ্ন এলাকা এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় গাড়ির হেলপার মো: আল আমিন(৩২) আহত হয়। পরে স্থানীয়রা আহত আল আমিনকে উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দেন।

মানিকছড়ি উপজেলা স্বাস্থকমপ্লেক্সের চিকিৎসক ডা: মহি উদ্দীন জানান, আল আমিনকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

লক্ষ্যাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিনহাজ মাহমুদ ভূইঁয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ সরেজমিনে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।