খালেদা জিয়া কারাগারকে ভয় পাচ্ছেন : নাসিম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারকে ভয় পাচ্ছেন মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আপনি ভয় পান কেন? ভয় পাওয়ার তো কিছু নেই। আপনি কাঁদেন কেন? যিনি সত্যিকারের রাজনীতিবিদ, তিনি জেলকে ভয় পান না।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজের জেলজীবনের কথা উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, জীবনে রাজনীতি করতে গিয়ে আমি কত জেল খেটেছি নিজেও জানি না। আপনাদের সব আমলেই আমি জেল খেটেছি।

সরকার কোনো ব্যক্তি বা দলকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় না উল্লেখ নাসিম বলেন, কাউকে বাদ দিয়ে নয়- সবাইকে নিয়েই আগামী নির্বাচন করতে চায় আওয়ামী লীগ। আমরা সবাইকে নির্বাচনে দেখতে চাই। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি।

আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না জানিয়ে তিনি বলেন, বিএনপি আমাদের বিরুদ্ধে যে দোষারোপ করছে এটা ঠিক নয়। একটি রায়কে কেন্দ্র করে আদালত যা করার তা করেছে। কেউ যদি কোনো কারণে সংক্ষুব্ধ হন তার অধিকার আছে উচ্চ আদালতে যাওয়ার। হাইকোর্টে যেতে পারে, সুপ্রিমকোর্টে যেতে পারে। সে অধিকারটা এখনও বাংলাদেশে আছে। তবে বিএনপি নেত্রীর বিরুদ্ধে যে রায় সেটি জনপ্রত্যাশিত বলেও মন্তব্য করেন তিনি।

সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, সংসদ সদস্য মো. আবদুল ওদুদ, মো. গোলাম মোস্তফা বিশ্বাস ও মো. গোলাম রাব্বানী প্রমুখ।

আয়োজিত ‘অষ্টম চাঁপাই উৎসব-২০১৮’ শীর্ষক এ অনুষ্ঠান শুরু হয় সকাল ৮টায়। ১০টা পর্যন্ত চলে কালাইয়ের রুটির নাস্তা। নামাজ ও দুপুরের খাবার শেষে বিকাল ৩টায় শুরু হয় ১৬তম বার্ষিক সাধারণ সভা। বিকাল ৪টায় ছাত্রবৃত্তি, পুরস্কার বিতরণ ও তেলের পিঠা বিতরণ। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী চাঁপাই উৎসব।