খুলনার সঙ্গে রেল চলাচল শুরু

প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল শুরু হয়েছে।

শনিবার সকাল ৭টার দিকে ইঞ্জিনসহ লাইনচ্যুত বগি উদ্ধারের পর ট্রেন চলাচল শুরু হয়। তবে যোগাযোগ পুরোপুরি সচল হতে দুপুর হয়ে যেতে পারে বলে জানা গেছে।

এর আগে শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুষ্টিয়ার পোড়াদহে রাজশাহীগামী সাগরদাঁড়ী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়। এতে সারা দেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পোড়াদহ স্টেশন মাস্টার শরীফুল ইসলাম জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজশাহীগামী সাগরদাঁড়ী এক্সপ্রেস পোড়াদহ রেলওয়ে জংশনের প্রধান গেটের সামনে হঠাৎ করে ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি আরো জানান, রাত ১১টা ৪৫ মিনিটে পোড়াদহ স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। সকালে ট্রেন চলাচল শুরু হলে ৯টা ২০ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।