গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

রোববার (১৫ অক্টোবর) কর্মসূচির মধ্যে ছিলো হাত ধোয়া প্রশিক্ষণ, সরকারি ও বে-সরকারি শিশু পরিবার সহ জন বহুল এলাকায় সাবান, গেঞ্জি, লিফলেট বিতরণ ও আলোচনা সভা ইত্যাদি। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’। এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে কর্মসূচীর শুরুতেই হাত ধোয়া প্রদর্শন উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল আউয়াল।

এ উপলক্ষে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সায়হান আলী, উপ সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোফাজ্জল হোসেন, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক আবেদুর রহমান স্বপন, এসকেএস ফাউন্ডেশনের মিডিয়া সমন্বয়কারী মো. আশরাফুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমেদ প্রমুখ। এছাড়া দিবসটি উপলক্ষে জেলার ৭টি উপজেলায় একই কর্মসূচি পালন করা হয়।