গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভুমিহীনদের জমি ঘর বরাদ্দসহ সিন্ডিকেট বন্ধের দাবীতে স্মারকলিপি প্রদান

নিত্যপণ্যের উর্ধ্বগতি ও গৃহহীন ভুমিহীনদের জমি ঘর বরাদ্দসহ সিন্ডিকেট বন্ধের দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ওয়ার্কার্স পার্টি উপজেলা প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করেছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দেশব্যাপী কর্মসুচির অংশ হিসেবে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি পেশ করেন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি জননেতা এম এ মতিন মোল্লার নেতৃত্বে স্মারকলিপি কর্মসুচিতে উপস্থিত ছিলেন উপজেলা পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান, উপজেলা জাতীয় কৃষক সমিতির সমিতির আহ্বায়ক কৃষকনেতা রবিউল আউয়াল বিএসসি, উপজেলা সেচপাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, যুবমৈত্রী জেলা সভাপতি আশরাফুল ইসলাম, পার্টির নেতা ডাঃ মোজাফফর হোসেন,খন্দকার রিপন, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, ডাঃ আবদুল ওয়াদুদ, আব্দুর রহমান, সাংবাদিক নেতা শাহ আলম সরকার সাজু ও আলমগীর হোসেন প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ হয়, কোন নিয়মনীতির তোয়াক্কা না করেই রহস্যজনক ভাবে গৃহহীন থাকা সত্বেও গোবিন্দগঞ্জ উপজেলাকে গৃহহীন ভুমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি, মানববন্ধন অনুষ্ঠিত ঘোষণা করা হয়। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয়ের চাহিদা মোতাবেক গত ১৯ মার্চ ২০২৩ ইং ১৬ শত ভূমিহীনের তালিকা তাঁর হাতে জমা দিলেও এখন পর্যন্ত বান্তবায়ন হয়নি। সেই সাথে বাজার স্থিতিশীল রাখতে সিন্ডিকেট বন্ধের দাবী জানানো হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রাসেল মিয়া দাবী গুলো বাস্তবায়নে উদ্যোগ গ্রহন করবেন মর্মে নেতৃবৃন্দকে আশ্বস্থ করেন।