গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিদ্যুতের দাম বাড়ানো বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গাইবান্ধায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) জেলা বাম গণতান্ত্রিক জোটের আয়োজনে শহরের রেলগেট এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক কাজী আবু রাহেন শফিউল্লাহ খোকনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সভাপতি রেবতি বর্মন, সিপিবির জেলা সহসাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ভুল নীতি ও দুর্নীতির কারণে বিদ্যুতের উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভুল নীতি-দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে হাজার হাজার কোটি টাকা গচ্চা দিতে হচ্ছে। এসময় তারা মূল্যবৃদ্ধির এই পাঁয়তারার বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

পরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড়ে এসে শেষ হয়।