চট্টগ্রামের কালারপোল শিকলবাহা অহিদীয়া মাদ্রাসার ১৩২তম বার্ষিক সভা ১৭ মার্চ

আগামীকাল ১৭ মার্চ (মঙ্গলবার) দুপুর- ২টা থেকে কর্ণফুলী উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কালারপোল শিকলবাহা অহিদীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা এতিমখানা ও হেফজখানার ১৩২ তম বার্ষিক সভা অনুষ্ঠিত হবে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন মুরাদ এর সভাপতিত্বে বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমতা শিপিং এজেন্সি চেয়ারম্যান, কর্ণফুলী এ.জে. চৌধুরী ডিগ্রী কলেজ এর দাতা সদস্য ও চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব এম. আজিজুর রহমান। এতে উদ্বোধক থাকবেন দরবারে শাহ্ অহিদীয়ার সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব মাওলানা শাহ আহমদ উল্লাহ অহিদি, দ্বীনি নছিহত পেশ করবেন ছোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসা শায়খুল হাদিস হযরতুলহাজ্ব আল্লামা কাজী মঈন উদ্দিন আশরাফী (মা.জি.আ.), হযরতুলহাজ্ব আল্লামা আবুল হাশেম সাহেব, আল্লামা হাসান রেজা আল কাদেরী, আল্লামা হাফেজ আহমদ আল কাদেরী, মাওলানা নুর হোসাইন জালালী, মাওলানা শায়ের এনামুল হক এনাম প্রমুখ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম, অত্র মাদ্রাসার সাবেক সভাপতি আলহাজ্ব মঈন উদ্দিন মাইজভাণ্ডারী, কর্ণফুলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল ইসলাম চৌধুরী, কোলাগঁাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল আলম চৌধুরী, চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান তালুকদার, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ নুরুল আবছার সওদাগর, এস. এম ছালেহ, মোহাম্মদ মহিউদ্দিন বকুল, আব্দুল গফুর, মোহাম্মদ শামসুল ইসলাম, শওকত হোসাইন চৌধুরী, মোহাম্দম আবদুর রহিম, মোহাম্মদ হাসান, ছাবের আহমদ সওদাগর, মোহাম্মদ ফারুক সওদাগর প্রমুখ।

মাহফিল সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা :  আজ ১৬ মার্চ (বুধবার) সকাল ১০ টায় মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয়ে এক প্রস্তুতি সভা অধ্যক্ষ আল্লামা ওসমান গনি রেজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ আল্লামা ওসমান গনি রেজভী বলেন- কর্ণফুলীর ঐতিহ্যবাহী ও ওলীয়েকামেল এর স্মৃতি বিজড়িত কালারপোল শিকলবাহা অহিদীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা অত্র এলাকার আলোকবর্তিকা। ইসলামের সঠিক দ্বীনি শিক্ষা অত্র মাদ্রাসা থেকে অর্জন করে বহু শিক্ষাথর্ী আজ আলেমেদ্বীনে হিসেবে ইসলামের প্রচার প্রসার করে যাচ্ছেন। আগামীকাল ১৭মার্চ মাদ্রাসার ১৩২ তম বার্ষিক সভায় কর্ণফুলীর সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার আহ্বান জানান।