জাহাঙ্গীরের মেয়র পদ নিয়ে যা বললেন স্থানীয় সরকার মন্ত্রী

আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার হয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এই দল থেকে মনোনয়ন নিয়েই তিনি মেয়র নির্বাচিত হয়েছিলেন। এক্ষেত্রে দল থেকে বহিষ্কার হলে মেয়র পদ থাকবে কি-না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিষয়টি নিয়ে কথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

তিনি বলেন, আইন পর্যালোচনা করে দেখার পর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২০ নভেম্বর) হোটেল সোনারগাঁওয়ে খসড়া বিশদ অঞ্চল পরিকল্পনা-ড্যাপ (২০১৬-২০৩৫) চূড়ান্তকরণের লক্ষ্যে আয়োজিত জাতীয় সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামকে জাহাঙ্গীরের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন। জবাবে মন্ত্রী বলেন, ‘মেয়র পদে থাকবে কিনা, এ বিষয়টা আইন পর্যবেক্ষণ না করে আমার পক্ষে মন্তব্য করা সম্ভব নয়। আইন দেখে পরবর্তীতে এ ব্যাপারে মন্তব্য করা হবে। এখন মেয়র আছে। কতদিন থাকবে, সেটা আইন দ্বারা নিষ্পত্তি করা হবে।’