টপাটপ পড়ছে বাংলাদেশের উইকেট

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর আগে বাংলাদেশ-ভারত দুদলেরই শেষ প্রস্তুতি ম্যাচ। মঙ্গলবার টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভারতের ব্যাটিং প্রস্তুতিটা হয়েছে বেশ। ৭ উইকেটে ৩২৪ রানের বড় স্কোর গড়েছে ভারত। টাইগাররাও প্রতিপক্ষের মতো নিজেদের ব্যাটিং ঝালিয়ে নিতে বড় লক্ষ্য তাড়া করতে নেমেছে। তবে ইনিংসের শুরুতেই বিপদে পড়েছে সাকিব আল হাসানের দল। মাত্র ১১ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। সাজঘরে ফিরেছেন টপ অর্ডারের তিন তারকা ইমরুল কায়েস, সৌম্য সরকার ও সাব্বির রহমান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারে ৩ উইকেটে ১২ রান। উইকেটে আছেন মুশফিকুর রহীম (০) ও সাকিব (১)।

পাকিস্তানের বিপক্ষে আগের প্রস্তুতি ম্যাচের সেঞ্চুরিয়ান তামিম ইকবাল ইনিংসের গোড়াপত্তন করেননি। তার পরিবর্তে ইমরুল সঙ্গী হয়েছিলেন সৌম্যের। তবে সৌম্য খুব একটা সুবিধা করতে পারেননি। আয়ারল্যান্ড সিরিজে টানা দুই হাফসেঞ্চুরি করে ফর্মে ফেরার ইঙ্গিত দেয়া ড্যাশিং ওপেনার আবারো ব্যর্থ হয়েছেন। ৭ বলে ২ রান করে সাজঘরে ফিরেছেন। সাব্বির রহমানও টিকতে পারেননি। ৩ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি। ইনিংসের চতুর্থ ওভারে দুজনকেই সাজঘরে ফিরিয়েছেন উমেশ যাদব। চার বলের ব্যবধানে।