ট্রাম্পের বিরুদ্ধে গাড়িচালকের মামলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন তার ব্যক্তিগত গাড়ির সাবেক চালক। ২০ বছরেরও বেশি সময় ট্রাম্পের চালক হিসেবে কাজ করেছেন।

তার অভিযোগ, তাকে হাজার হাজার ঘণ্টা ওভারটাইম কাজ করানো হয়েছে। কিন্তু তার পারিশ্রমিক দেয়া হয়নি। খবর রয়টার্সের। চালকের নাম নোয়েল সিনট্রোন (৫৯)।

তার স্পষ্ট অভিযোগ, তাকে দিয়ে মোট ৩৩০০ ঘণ্টা ওভারটাইম করিয়েছে ট্রাম্প কোম্পানি। কিন্তু গত ৬ বছর ধরে ঝুলিয়ে রাখা হয়েছে তার কষ্টের পারিশ্রমিক। তবে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, সিনট্রোনকে যথাযথভাবে তার পাওনা পরিশোধ করা হয়েছে।