ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে লাগসই প্রযুক্তি বিষয়ক সেমিনার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী শুরু হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের আয়োজনে উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে এ সেমিনার ও প্রদর্শনী শুরু হয়।

উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহবুবর রহমান, সায়েন্টিফিক অফিসার মাসহুদুল রহমান, ড. নাজিম উদ্দীন ও ড. জামিলুর রহমান প্রমূখ।

সেমিনার ও প্রদর্শনীতে সহজ পদ্ধতিতে বায়োগ্যাস প্লান্ট, উন্নত চুলা এবং অংকুরিত শিশু খাদ্য তৈরী ও প্রয়োগ বিষয় তুলে ধরা হয়।