ঠাকুরগাঁও ১, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন যুব মহিলা নেত্রী তাহমিনা মোল্লা

আসন্ন জাতীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ঠাকুরগাঁও যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তাহমিনা মোল্লা।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসক এর কাছে থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র ক্রয় করেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করে তাহমিনা মোল্লা বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে দলীয় কোন বাধা নেই। ঠাকুরগাঁও জেলায় আমার অনেক গ্রহণযোগ্যতা রয়েছে। সাধারণ মানুষের সাথে সম্পৃক্ততা রয়েছে। তাই আমি নির্বাচনের মাঠে লড়াই করে জয়ের বিষয়ে আশাবাদী।

ঠাকুরগাঁও জেলা প্রশাসন সূত্রমতে, সর্বশেষ তথ্য অনুযায়ী ঠাকুরগাঁও ১ আসনে নৌকার মনোনয়ন প্রাপ্ত বর্তমান সাংসদ রমেশচন্দ্র সেন এমপি ও আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী তাহমিনা আক্তার মোল্লা সহ সর্বমোট ৭ জন সরকারিভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।