ঢাকায় পৌঁছিয়েছে ভারতীয় ক্রিকেট দল

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছেছে ভারতীয় দল। সাপোর্ট স্টাফসহ ৩০ জনের এই বহর আসে মুম্বাই থেকে।

বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগত জানানো হয় তাদের। সেখান থেকে সরাসরি টিম হোটেল সোনারগাঁ প্যান প্যাসিফিকে গিয়ে উঠেছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা।

এদিকে নিউজিল্যান্ড সফর শেষে ছোট দুই ভাগে আরও কয়েকজনের আসার কথা বৃহস্পতিবার রাতে ও শুক্রবার।

সিরিজ শুরুর আগে আগামী দুই দিন তারা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে।

ভারতের এবারের সফর শুরু ওয়ানডে দিয়ে। রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে বুধবার। এরপর তৃতীয় ওয়ানডে চট্টগ্রামে ১০ ডিসেম্বর। তবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ নয় এই সিরিজ।

ওয়ানডে শেষে চট্টগ্রামেই টেস্ট সিরিজ শুরু ১৪ ডিসেম্বর থেকে। ২২ ডিসেম্বর থেকে মিরপুরে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের গত আসরের ফাইনালিস্ট ভারত এবার এখনও পর্যন্ত আছে পয়েন্ট তালিকার চার নম্বরে, বাংলাদেশ আছে নয়ে।