লাখো কণ্ঠে কাজী নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা উচ্চারণের সমাপনী অনুষ্ঠান

গাইবান্ধায় বছরব্যাপী লাখো কণ্ঠে কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা উচ্চারণের সমাপনী অনুষ্ঠান আগামী ৩ ডিসেম্বর শনিবার স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে র‍্যালি, আলোচনা সভা, প্রীতি বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমির সভাপতি প্রখ্যাত ঔপন্যাসিক সেলিনা হোসেন ও প্রধান আলোচক থাকবেন কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ জাকীর হোসেন। নজরুল চর্চা কেন্দ্র, বাদিয়াখালী, গাইবান্ধা এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত বৃহস্পতিবার (১ ডিসেম্বর)এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ফেরদৌসি জাহান সিদ্দিকা। এসময় গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ও লাখো কণ্ঠে ‘বিদ্রোহী’ কবিতা উচ্চারণ সমাপনী অনুষ্ঠানের আহবায়ক প্রফেসর খলিলুর রহমান।

সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন কবি কাজী নজরুল ইসলামের নাতনী নজরুল সংগীত শিল্পী খিলখিল কাজী, বীর মুক্তিযোদ্ধা মাহবুব এলাহী রঞ্জু (বীর প্রতীক), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব একেএম আফজালুর রহমান বাবু, নজরুল চর্চা কেন্দ্রের উপদেষ্টা অতিরিক্ত পুলিশ সুপার (অব.) মো. শরিফুল হক সিদ্দিকী।

বিশেষ অতিথি থাকবেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, পিবিআই পুলিশ সুপার এআরএম আলিফ, পৌর মেয়র মো. মতলুবর রহমান ও জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি বীর মুক্তিযোদ্ধা (অব.) কর্নেল মঈনুল হক।
সংবাদ সম্মেলনে বক্তারা গাইবান্ধায় একটি নজরুল গবেষণাগার স্থাপনের দাবি জানান।