তুরস্কে যাচ্ছেন প্রভাবশালী তিন রাষ্ট্রপ্রধান

আগামী সপ্তাহে তুরস্কে যাচ্ছেন রাশিয়া, জার্মানি এবং ফ্রান্সের রাষ্ট্রপ্রধান।

তুরস্কের ইস্তাম্বুল শহরে বিশ্বের ক্ষমতাধর চার দেশের প্রধান এক বৈঠকে বসবেন।

সিরিয়া সংঘাত নিরসনের জন্য আলোচনা করতে আগামী ২৭ অক্টোবার এ সভা অনুষ্ঠিত হবে বলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের মুখপাত্র শুক্রবার জানিয়েছেন।

এরদোগানের মুখপাত্র ইব্রাহীম কালিন বলেন, সিরিয়ার ইদলিবে সাম্প্রতিক অবস্থা ও সংঘাত নিরসনে রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে এই বৈঠকে আলোচনা করা হবে।