দাঁত তুললে চোখের ক্ষতি হয়?

অনেকে মনে করেন, দাঁত তুললে চোখের ক্ষতি হয়। তাই দাঁত তুলতে গেলে দ্বিধা কাজ করে অনেকের ভেতর। বিষয়টি কি সঠিক? এ বিষয়ে কথা বলেছেন বিশিষ্টজন। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ‘ভুলে ভরা গল্প’ বিভাগে এ বিষয়ে কথা বলেছেন বিএসএমএমইউর ওরাল অ্যান্ড ম্যাক্সিলো ফেসিয়াল সার্জারি বিভাগের চিকিৎসক ডা.মাহমুদা আক্তার।

ডা. মাহমুদা আক্তার বলেন, ‘বেশিরভাগ মানুষ ভাবেন, দাঁত তুলে ফেললে হয়তো চোখের ক্ষতি হতে পারে। এ বিষয়টির মুখোমুখি আমরা প্রতিনিয়ত হই। তবে বিষয়টি আসলে সত্য নয়।’

দাঁতের নার্ভ আর চোখের নার্ভ সম্পূর্ণ আলাদা জানিয়ে তিনি বলেন, ‘অনেক সময় দাঁতে ব্যথা হলে সে ব্যথা আমাদের কানে বা মাথায় বা চোখে অনুভূত হয়। একে রেফার্ড পেইন বলে। তার মানে দাঁতে যে ব্যথা হচ্ছে, ব্যথা কোনোভাবে সেখানে চলে যাচ্ছে। তবে তার মানে এই নয় যে দাঁতের নার্ভের সঙ্গে চোখের নার্ভ বা কানের নার্ভের যোগাযোগ রয়েছে। সুতরাং দাঁত তুলে ফেললে চোখের বা কানের কোনো ক্ষতি হবে না। চোখের পাওয়ার কমে যাওয়ারও কোনো আশঙ্কা নেই।’