দেশে ৮ বছরে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ

দেশে ক্রমান্বয়ে বহুমূত্র (ডায়াবেটিক) রোগের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ২০১০ সালে এ রোগে আক্রান্ত ছিল ৩ দশমিক ৯ শতাংশ মানুষ। গত আট বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪ শতাংশ অর্থাৎ এ বৃদ্ধির হার দ্বিগুণের বেশি।

বুধবার সংসদে নুরুন্নবী চৌধুরী শাওনের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এ রোগ নিয়ন্ত্রণে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের নিমিত্তে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে এবং চলমান।

ভেজাল খাবারের কারণে ক্যান্সার বাড়ছে

এম. আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ভেজাল ও ফরমালিনমুক্ত খাবার গ্রহণ, ধূমপানসহ নানা কারণে প্রতিবছর ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে। কিন্তু সেই অনুপাতে ক্যান্সার চিকিৎসা ও হাসপাতাল কম হওয়ায় ক্যান্সার রোগী ও অভিভাবকরা প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন।

এ থেকে ভুক্তভোগীদের লাঘবের জন্য ইতোমধ্যে দেশের বিভাগীয় শহরগুলোতে একটি করে আধুনিক চিকিৎসা সম্বলিত স্পেশাল ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।