দ্বিতীয় দিনেও ট্রেনের শিডিউল বিপর্যয়, ভোগান্তিতে যাত্রীরা

প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে দ্বিতীয় দিনের মতো রাজধানী ছাড়ছে নগরবাসী। আজও শিডিউল অনুযায়ী ছেড়ে যাচ্ছে না কোন ট্রেন। এর ফলে স্টেশনের প্ল্যাটফর্মে ক্রমে বাড়ছে অপেক্ষা। শিডিউল অনুযায়ী ট্রেন না ছাড়ায় হতাশা প্রকাশ করেন যাত্রীরা।

শনিবার (১ জুন) সকাল ৭টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সকাল পৌনে ৮টায় চট্টগ্রামের উদ্দেশে কমলাপুর রেলস্টেশন ছেড়েছে মহানগর প্রভাতি এক্সপ্রেস।

খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের সকাল ৭টা ১৯মিনিটে ছাড়ার কথা থাকলেও ছেড়েছে ৮টা ২০ মিনিটে।

সকাল সোয়া ৮টায় ছাড়ার কথা থাকলেও উত্তরবঙ্গগামী একতা এক্সপ্রেস দুই ঘণ্টা দেরিতে সকাল ১০টায় ছেড়েছে। একইভাবে নীলসাগর এক্সপ্রেস ভোর ৪টার পরিবর্তে সকাল পৌনে ১১টায় ছাড়বে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

এছাড়া অগ্নিবীণা এক্সপ্রেসও নির্ধারীত সময়ের চেয়ে দুই ঘণ্টা দেরিতে প্ল্যাটফর্ম-৭ ছেড়েছে।

শুক্রবারও দিন থেকে রাত অবধি ছিল রেলের শিডিউল বিপর্যয়। ছেড়ে যাওয়া অর্ধশতাধিক ট্রেনের প্রায় সবগুলোই দেরিতে ছাড়ে।

অন্যদিকে, ট্রেনে শিডিউল বিপর্যয় থাকলেও রাজধানীর সব বাস টার্মিনাল থেকে সময়মতোই ছেড়ে যাচ্ছে যাত্রীবাহী বাস। গতকালের মতো আজও সড়কপথে নির্বিঘ্নে যেতে পারছেন যাত্রীরা।