নওগাঁর পত্নীতলায় সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

নওগাঁর পত্নীতলায় উপজেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম এর আয়োজনে এনএনএমসি ফাউন্ডেশন ও সুইজারল্যান্ড ভিত্তিক আর্ন্তজাতিক উন্নয়ন সংগঠন হেকস এর সহায়তায় সমাজে পিছিয়ে পড়া সমতলের ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও দলিত জনগোষ্ঠীর অধিকার ভিত্তিক ও স্থায়িত্বশীর উন্নয়নের লক্ষে উপজেলার সরকারী কর্মকর্তাগণের সাথে অ্যাডভোকেসি প্লাটফর্মের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা অ্যাডভোকেসি প্লাটফম এর সভাপতি মোশারফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার।

প্রধান অতিথি এসময় বলেন আমি ক্ষুদ্র-নৃগোষ্ঠী বান্ধব কর্মকর্তা, সরকার অগ্রাধিকার ভিত্তিতে সমাজে পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নে কাজ করে যাচ্ছে, তবে তাদের অধিকার আদায়ে আরো সচেতন হওয়ার আহ্বান জানান।

এনএনএমসি ফাউন্ডেশন রাজশাহী অঞ্চলের অ্যাডভোকেসি অফিসার নিরঞ্জন কুমার দাসের সঞ্চালসায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুলতান আহমদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা অ্যাডভোকেসি প্লাটফম এর সহ-সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, এনএনএমসি ফাউন্ডেশন রাজশাহী অঞ্চলের চেয়ারম্যান সবিন চন্দ্র মুন্ডা, এনএনএমসি কার্যক্রম সর্ম্পকে বক্তব্য রাখেন এনএনএমসি এর সাধারন সম্পাদক ও ফোকাল পার্সন নরেণ পাহান, উপজেলা অ্যাডভোকেসি প্লাটফম এর সাঃসম্পাদক পরেশ টুডু, আদিবাসি নেতা সুধির তির্কী, দলিত নেতা সুমন সহ অন্যান্য কর্মকর্তা, এনএনএমসি ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ ও সুধীজন প্রমুখ।