নওগাঁর মান্দায় গ্রাহকদের ইন্সুরেন্সের আত্মসাৎ! ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

নওগাঁর মান্দা উপজেলার ১নং ভাঁরশো ইউনিয়নের হোসেনপুর,মজিদপুর ও আয়োরপাড়া গ্রামের হতদরিদ্র অসহায় মানুষের পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ভাঁরশো ইউনিয়ন ম্যানেজার ইউপি সদস্য চাঁন মোহাম্মদ ও মাঠ কর্মকর্তা মোঃ লুৎফর রহমান ৪ লক্ষ,১৬ হাজার ৭৯৪ টাকা আত্মসাৎ করায় প্রায় ১৪/১৭ জন ভুক্তভোগী অসহায় খেটে খাওয়া মানুষ সঞ্চয়ের টাকা ফেরত পাওয়ার জন্য সংবাদ সম্মেলন করেছেন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার সময় ভাঁরশো ইউনিয়ন পরিষোদ কায্যালয়ে সাবেক ইউপি সদস্য মোঃ একরামুল হক এর সভাপতিত্বে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এই সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন ভুক্তভোগী মোঃ মাসুদ রানা, মোছাঃ রোজিনা বিবি, মোছাঃ সায়েদা বিবি, মোঃ রফিকুল ইসলাম, মোঃ শাহিনুর রহমান, মোঃ হারুন রশীদ মোঃ বাবু হোসেন সহ প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তরা বক্তব্যে বলেন, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানিতে আমাদের সঞ্চয়কৃত টাকা ফেরত চাই।

এব্যাপারে অভিযুক্ত পপুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর ভাঁরশো ইউনিয়ন ম্যানেজার ইউপি সদস্য চাঁন মোহাম্মদ ও মাঠ কর্মকর্তা মোঃ লুৎফর রহমান বলেন, পপুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর টাকা আত্মসাৎ করার কারোও খোমতা নেয়, প্রায় গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হয়েচ্ছে, তাদের কাগজপত্র ক্রটি থাকায় তাদের টাকা দিতেই সময় লাগছে, কাগজপত্র ক্রটি সারা হলেয় তাদেরও টাকা দেওয়া হবে।