রংপুরের পীরগঞ্জে

নববধুকে ফেলে তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে উধাও স্বামী

মেহেদীর রং মুছতে না মুছতে নববধুকে বাড়িতে রেখে তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে উধাও হয়েছে রাশেদ মিয়া (২২) নামের এক যুবক।
এ ব্যাপারে বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) রাতে ওই নববধুর পিতা ও চাচা ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করতে গেলেও পুলিশ অভিযোগ নেয়নি মর্মে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগঞ্জের চৈত্রকোল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ৭/৮ মাস পূর্বে রামচন্দ্রপুর গ্রামের সোহরাব আলীর পুত্র রাশেদ মিয়া পাশ্ববর্তী মিঠাপুকুর উপজেলার হিয়ালা দুর্গাপুর গ্রামে পারিবারিকভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের ৫ মাস যেতে না যেতেই পারিবারক কলহের জেরে ১ম স্ত্রীকে তালাক দেয় রাশেদ।

এদিকে রাশেদ মিয়ার সম্মতিতে তার পিতা সোহরাব আলী গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) চৈত্রকোল ইউনিয়নের অনন্তরামপুর গ্রামের এক হতদরিদ্রের কন্যাকে পারিবারিকভাবে ২য় বিয়ে করে ঘরে তোলে। কিন্তু বিয়ের ৫দিন পরই গত বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) রাতে নববধুকে তার নিজ বাড়িতে ফেলে তালাকপ্রাপ্ত প্রথম স্ত্রীকে নিয়ে রাশেদ মিয়া অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়।

এ বিষয়ে নববধুর পিতা ও চাচা বৃহস্পতিবার রাতে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করতে গেলে দায়িত্বপ্রাপ্ত এসআই আনছারুল অভিযোগ নিতে অস্বীকৃতি জানায়। তিনি আদালতে যৌতুকের মামলা করার পরামর্শ দেন।

এ সংবাদ লেখা পর্যন্ত রাশেদ মিয়াকে খুঁজে পাওয়া যায়নি।