নবীগঞ্জে ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে চাল ও নগদ টাকা বিতরন
ছনি চৌধুরী, হবিগঞ্জ জেলা প্রতিনিধি : নবীগঞ্জ বিভিন্ন ইউনিয়নের আড়াই হাজার ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ভিজিএফ কর্মসূচির চাল ও নগদ টাকা বিতরন করা হয়েছে। নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার পৃথকভাবে বিভিন্ন ইউনিয়নের উপস্থিত থেকে উক্ত চাল ও টাকা বিতরনের উদ্বোধন করেন।
বুধবার সকাল থেকে উপজেলার বড় ভাকৈর (পশ্চিম), বড় ভাকৈর (পূর্ব), ইনাতগঞ্জ, আউশকান্দি, কারগাঁও, সদর, বাউশা, দেবপাড়া, গজনাইপুর ইউনিয়নে ও এর আগের দিন দিঘলবাক, কুর্শি, কালিয়ারভাঙ্গা ও পানিউমদা ইনিয়নের ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারের মধ্যে বিতরন করা হয়। নবীগঞ্জের মোট আড়াই হাজার কৃষক সরকারের এই বিশেষ বরাদ্দের সুবিধা পায়। প্রথম দিনে ৩৮ কেজি করে ১মাস ৮দিনের চাল ও নগদ ৫ শত টাকা করে দেয়া হয়।
নবীগঞ্জ খাদ্য গুদামের সামনে সদর ইউনিয়নের কৃষকদের মধ্যে নগদ টাকা ও চাল বিতরন কালে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার, প্যানেল মেয়র ১- এটি এম সালাম, ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, কাউন্সিলর জাকির হোসেন, সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী ও ইউপি সদস্যবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন