নোয়াখালীর চাটখিলে জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) আওতাধীন চাটখিল উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন ( ইউ আইটি আর সিই) এর উদ্যােগে শনিবার (১৮ মার্চ) এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

সহকারী প্রোগ্রামার মো: জহির উদ্দিনের সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে দিনব্যাপি এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। দিনব্যাপী এই কর্মশালায় চাটখিলের বিভিন্ন মাধ্যমিক, বিদ্যালয় মাদ্রাসা ও কলেজের মোট ৪০জন প্রতিষ্ঠান প্রধান উপস্থিত ছিলেন। কর্মশালায় মূল প্রবদ্ধ উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।

কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো: আল আমিন, উপসহকারী কৃষি অফিসার শারমিন আক্তার প্রমূখ।

আলোচকগণ সর্বক্ষেত্রে শুদ্ধচার কৌশল অবলম্বন করে আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গঠনে সহযোগিতা করার আহবান জানান।