পাবনায় উৎসব মুখর পরিবেশে বই উৎসব পালিত

পাবনায় সোমবার (০১ জানুয়ারি) উৎসব মুখর পরিবেশে সারাদেশের মতো বই উৎসব পালিত হয়েছে। সকালে পাবনা জেলা স্কুল চত্বরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান। নতুন বই হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাসে আত্মহারা শিক্ষার্থীরা।

এ বছর পাবনা জেলায় মাধ্যমিকে ৩ লাখ ৪৩ হাজার ৪৩৮ জন ও প্রাথমিকে ৩ লাখ ৮১ হাজার ৬৩৫জন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। যার কার্যক্রম আজ বছরের প্রথমদিন থেকে শুরু হয়েছে। বই পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক খুশি সবাই।

পাবনা জেলায় ১ হাজার ১৩৬টি প্রাথমিক বিদ্যালয় এবং ৫২৩টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। বই উৎসব অনুষ্ঠানে জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।