পাবনায় দুইশত পাখী অবমুক্ত করলো পুলিশ, ৩ জন আটক

পাবনায় দেশী প্রজাতির প্রায় দুইশত পাখি অবমুক্ত করেছেন পুলিশ। ৩ জন পাখী শিকারীকে আটক করা হয়।
সোমবার (২৫ অক্টোবর) দুপুরে চরদুলাই বাজার থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সুজানগর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাছেদ শেখের ছেলে আতোয়ার শেখ (৩৮), ঘোড়াদহ গ্রামের জহির মিঞার ছেলে আলাউদ্দিন (৩৫), চলদুলাই গ্রামের মৃত তফিজ উদ্দিন মন্ডলের ছেলে মোজাহার আলী (৪০)।

সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, পাখী শিকারীরা সংঙ্ঘবদ্ধ হয়ে উপজেলার গাজনার বিল থেকে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে বিভিন্ন প্রকার দেশীও অতিথি পাখী শিকার বাজারে বিক্রি করছিল। এ সময় গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

সুজানগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিনহাজুল ইসলাম পাখী শিকারীদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেন।

পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম বিকেলে সুজানগর থানার চত্বর থেকে জনসম্মুখে পাখীগুলো অবমুক্ত করেন।
তিনি বলেন, পাখী শিকারে এই ধরনের অভিযান জেলা পুলিশ আরো কঠোর পদক্ষেপ নেব।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভি, এস ডাঃ মুহাঃ আঃ লতিফ, সুজানগর (তদন্ত) অফিসার আব্দুল কদ্দুস প্রমুখ।