পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৬৭টি আসন ফাঁকা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ১ম ও ২য় মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। প্রথম ও দ্বিতীয় মেধা তালিকা মিলিয়ে সর্বমোট ভর্তি হয়েছেন ৫৫৩ জন শিক্ষার্থী।

শুক্রবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ড. আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ৯২০টি। ইতোমধ্যে প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছেন ৪২৬ জন এবং দ্বিতীয় মেধা তালিকা থেকে ভর্তি হয়েছেন ১২৭ জন। সে হিসাবে সবমিলিয়ে এখনো পর্যন্ত মোট ভর্তি হয়েছেন ৫৫৩ জন শিক্ষার্থী। এছাড়াও স্থাপত্য বিভাগের ৩০ টি আসনে ভর্তি হয়েছেন ২৭ জন শিক্ষার্থী।

তিনি আরো জানান, বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব অনুষদ মিলিয়ে মোট ৩৬৭ টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে স্থাপত্য বিভাগে মাত্র ৩টি আসন ফাঁকা রয়েছে।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। এরপর পর্যায়ক্রমে ১ম ও ২য় মেধাতালিকা প্রকাশ করে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় গুলো ভর্তি কার্যক্রম চালাতে থাকে।