পুলিশের উপর হামলা, বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মী খালাস

পুলিশের উপর হামলার ঘটনায় গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ২২ জন আসামিকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে গাইবান্ধা দ্রুত বিচার আদালতের বিচারক মইনুল হাসান ইউসুফ এই রায় দেন।

তারা হলেন, গাইবান্ধা জেলা জামায়াতের আমীর ডা. আবদুর রহিম সরকার, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম রুবেল, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোকা ও ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালাম, শহর জাসাসের সভাপতি খান কাওসার সুজন ও জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফয়সাল কবির রানা। অন্যদের নাম জানা যায়নি।

আসামিপক্ষের আইনজীবী মঞ্জুর মোর্শেদ বাবু জানান, ২০১৩ সালের ১ ডিসেম্বর বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে গাইবান্ধা শহরের কাচারী বাজার এলাকায় পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এই ঘটনায় পুলিশ বাদী হয়ে জেলা জামায়াতের আমীর ডা. আব্দুর রহিম ও তৎকালীন জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাউসুল আযম ডলারসহ ২৩ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করে। মামলায় ১৬ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে ৪ জন সাক্ষীকে উপস্থাপন করেন।

মামলা চলাকালীন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডলার মারা গেলে তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। পরে শুনানি শেষে আদালতের বিচারক অন্য ২২ জন আসামিকে খালাস প্রদান করেন।