প্রতিহিংসায় আটকে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা: ফখরুল

রাজনৈতিক প্রতিহিংসায় আটকে আছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে পেশাজীবী দল আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

এ সময় বিএনপি নেতারা বলেন, খালেদা জিয়াকে ঘিরে রাজনীতিকরণের ষড়যন্ত্র করছে সরকার।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে প্রায় এক মাস ধরেই রাজপথে আন্দোলন করে আসছে বিএনপি। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী সম্মিলিত পেশাজীবী পরিষদ। মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সমাবেশে দলের মহাসচিব চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের বরাত দিয়ে জানান, বিএনপি নেত্রীর শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে। দ্রুত তাকে বিদেশে চিকিৎসা দেওয়া সম্ভব না হলে তার জীবনের শঙ্কা রয়েছে।

রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার বিদেশ গিয়ে চিকিৎসা নেওয়াটা আটকে আছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

দলটির সিনিয়র নেতাদের অভিযোগ, আইনের দোহাই দিয়ে খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। দাবি পূরণ না হলে সরকারবিরোধী কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন আমান উল্লাহ আমানসহ অন্য নেতারা। একই দিন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল।

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।