প্রেম-প্রেম খেলে সময় নষ্ট করতে চাই না

বিয়ের কথা আপনারাই লিখেছেন। তবে পেছানোর কথা বলছেন কেন? এগোতেও তো পারে (হেসে)! অন আ সিরিয়াস নোট, মা পেছনে পড়ে রয়েছে আমার বিয়ে দেয়ার জন্য। এটা তার কাছে চিন্তার বিষয়।

দেখুন জীবনের এমন একটা জায়গায় আমি পৌঁছেছি, যেখানে ওই কলেজ জীবনের মতো প্রেম-প্রেম খেলে সময় নষ্ট করতে চাই না। সেটেল করলে একজন ভাল মানুষের সঙ্গে করবো। ডেট আগে থাকতে জানিয়ে দেবো।

কথাগুলো বলেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

আসন্ন ভারতের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে উত্তর ২৪ পরগনার বসিরহাটে প্রার্থী হয়েছেন নুসরাত জাহান।

অভিনয় আর রাজনীতি মধ্যে ব্যবধান সম্পর্কে এই অভিনেত্রীকে প্রশ্ন করলে তিনি জানান, কে বলেছে! দুটো ক্ষেত্রেই ‘নেত্রী’ শব্দটা কিন্তু কমন। দু’ক্ষেত্রেই এন্টারটেনমেন্ট হয়, গসিপ হয়। তাই না? সিনেমার ক্ষেত্রেও একটা অন্যমাত্রায় রাজনীতি থাকে।

শুধু সিনেমা কেন, অফিসে, সংসারে কোথায় না পলিটিক্স আছে! মানুষ তো রাজনৈতিক জীব। লোকে সিনেমা জগতকে বলে ডার্টি। পলিটিক্সকেও বলে। অথচ তারা ভেতরের বাস্তবটা জানে না। কারও দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য আমি এখানে আসিনি। আমার কাজ ছিল মানুষকে ভালো ছবি উপহার দিয়ে মন ভালো করা। এখনও আমার সেটাই কাজ। শুধু প্রেক্ষিত বদলেছে।