ফরিদপুরে একই দিনে ৪ বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

ফরিদপুরে একই দিনে চার জন বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। এরমধ্যে সালথা উপজেলায় তিনজন এবং বোয়ালমারী উপজেলায় একজন।

সোমবার (৩ মে) রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাদের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে সালথা উপজেলার ভাওয়াল গ্রামের বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান (৭০) ভোরে নিজ বাড়িতে মারা যান। বেলা ১১টায় রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তার মরদেহ শিহিপুর কবরস্থানে দাফন করা হয়।

অন্যদিকে, বার্ধক্যজনিত কারণে ভোরে উপজেলার কাকিলাখোলা গ্রামের মহিউদ্দিন মাতুব্বর (৭২) নামে আরেক বীর মুক্তিযোদ্ধা মারা যান। দুপুর ২টায় রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তার মরদেহ একই উপজেলার বোয়ালিয়া কবরস্থানে দাফন করা হয়।

এদিকে, বিকেলে উপজেলার রসুলপুরের রাহুতপাড়া এলাকার নুরুল হক (৭০) নামের আরেক বীর মুক্তিযোদ্ধা না ফেরার দেশে পাড়ি জমান। রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

এ ছাড়া সন্ধ্যা ৬টার দিকে বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বাচ্চু (৭১) স্ট্রোক করে মারা গেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তারও দাফন সম্পন্ন হয়।