ফেসবুকে বন্ধুর সংখ্যা বাড়াবেন যেভাবে

সোশ্যাল মিডিয়ার যুগে সামনা সামনি নিয়মিত দেখা হওয়ার প্রবণতা প্রায় নেই বললেই চলে। কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে তবুও মনের মতো বন্ধু নেই।

জেনে নিন কী করলে আপনার কাছে বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে। পছন্দ হলে অ্যাকসেপ্ট করে নিন। আর অ্যাকসেপ্ট না করলে যাঁরা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন তাঁরা ফলোয়ার্সদের লিস্টে যুক্ত হয়ে যাবে।

জেনে নিন কী করলে বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে—

• অবশ্যই নিজেরই ছবি দিন প্রোফাইল পিকচারে। না হলে অনেকে মনে করতে পারেন আপনার প্রোফাইলটি ফেক।

• শুধু ছবিই নয়, নিজের সম্পর্কে সঠিক তথ্য দিন ফেসবুকে। আপনি কোথায় চাকরি করেন, কোন কলেজে পড়তেন ইত্যাদি তথ্য দিন।

• এই সব তথ্যকে অবশ্যই সেটিংস-এ গিয়ে পাবলিক করে রাখুন। অন্যথায় আপনার প্রোফাইলে বিশ্বাসযোগ্যতা থাকবে না।

• ফেসবুকে বিভিন্ন গ্রুপে যুক্ত হন। অন্যান্য ইউজারদেরও নজরে আসবেন আপনি।

• নিজের প্রোফাইলে যা পোস্ট করবেন, তার যেন বৈধতা থাকে। যা লিখবেন তা ব্যাকরণের দিক থেকে এবং বানানও যেন ঠিক থাকে।

• অন্যান্যদের ছবিতে লাইক ও কমেন্ট করুন। তাতে বেশি করে আপনি নজরে আসবেন।