বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রেসক্লাবের উদ্যোগে সহযোগী সদস্য সংগ্রহ ও দুইদিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকতায় সংবাদ লিখন, উপস্থাপন, লেখালেখি ইত্যাদি বিষয়ে কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হয়।

শুক্রবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে সকাল ১০টা থেকে কর্মশালাটি শুরু হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রক্টর ড. মোহাম্মদ কামরুজ্জামান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, সময় টিভির গোপালগঞ্জ জেলা প্রতনিধি জয়ন্ত শিরালি, দৈনিক সংবাদের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, বশেমুরবিপ্রবি আইন সেলের সেকশন অফিসার সাজিদুর রহমান, বাংলাদেশ বেতাররের উপস্থাপক হুমাইরা বিনতে আজাদ ও বশেমুরবিপ্রবি তরুণ কলাম, লেখক ফোরামের সভাপতি সজীব প্রধান।

সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসেবে ছিলো, সংবাদ লিখন, কলাম লিখন, ফিচার লিখন, তথ্য সংগ্রহ, সংবাদ প্রকাশ, সংবাদ ও আইন, ভিডিও সংবাদ, উপস্থাপনা ও লেখালেখিতে দক্ষতা বৃদ্ধি।