বসের সঙ্গে ছেলের পরিচয় করে দিলেন রোনালদো

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্টাসকে ৪-১ গোলে হারিয়ে ১২ তম শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে জোড়া গোল করে ‘গ্যালাকটিকোদের অর্ধ শতাব্দির বেশি সময় পর ডাবল জেতালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। স্বভাবতই ম্যাচের সেরা হয়েছেন তিনিই।

রোনালদোর হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দিয়েছেন ‘বস’ অ্যালেক্স ফার্গুসন। সেই সঙ্গে ফাইনালের পর ‘গুরু-শিষ্য’ মিলন দেখেছে ফুটবল দুনিয়া। শুধু তাই নয়, ছেলে জুনিয়র রোনালদোর সঙ্গেও নিজের সাবেক ‘বস’-এর পরিচয় করে দিয়েছেন পর্তুগিজ মহাতারকা।

স্পোর্টিং লিসবনে ক্যারিয়ার শুরু করেছিলেন রোনালদো। এক বছরের মাথাতেই রোনালদোকে মনে ধরে সাবেক ম্যানচেষ্টার ইউনাইটেডের কোচ ফার্গুসনের। সেদিনের সেই কিশোর আজ বিশ্বের তাবড় ডিফেন্ডারদের রাতের ঘুম কেড়ে নেওয়া সিআর সেভেন। যার জন্য তিনি এই সাফল্য পেয়েছেন সেই ‘বস’ ফার্গুসনকে নিজের সাফল্যের কারণ হিসেবে জানিয়েছিলেন আগেই।

২০০৯ সালে ম্যানইউ ছাড়ার পর ‘বস’-এর সান্নিধ্য ত্যাগ করে রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। ম্যান ইউকে চ্যাম্পিয়ন্স লিগ এনে দেওয়ার পর রিয়াল মাদ্রিদকেও এনে দিয়েছেন তিনবার ইউরোপ সেরার মুকুট।