বান্দরবানের আলীকদমে যুবলীগের সম্মেলন

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আলীকদম শৈলকুঠি রিসোর্ট হলরুমে শনিবার বিকালে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে যুবলীগকে আরো শক্তিশালী করার জন্য নয়াপাড়া ইউনিয়ন যুবলীগের পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়।

জাকের হোসেন মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা যুবলীগের আহবায়ক বাবু কেলুমং মার্মা।

বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক উমর ফারুক চৌধুরী।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আলীকদম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন এমএ, সহ.সভাপতি নাছির উদ্দীন বিএ, কামরুল হাসান টিপু, ক্রাতপুং ম্রো, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়িমং মার্মা, যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন বিএসসি, সাংগঠনিক সম্পাদক ফোগ্য মার্মা, ফেরদৌস রহমান, ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন রুবেল প্রমুখ।

সম্মেলনে উছাইমং মার্মাকে সভাপতি ও ওসমান গনী সানিকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কেলুমং মার্মা বলেন, ‘যুবলীগকে সুসংগঠিত করে আগামি জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং আসনের সংসদ বীর বাহাদুর উশৈসিং কে ৭ম বারের মতো নির্বাচিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালি করবো। বিগত সময়ে যারা নৌকার বিরুদ্ধে গেছেন তাদের ছাড় দেয়া হয়নি, ভবিষ্যতেও ছাড় দেয়া হবে না।’