বান্দরবানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান
বান্দরবান পার্বত্য জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে দেশব্যাপী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি চলমান রয়েছে।
মুজিববর্ষ উপলক্ষ্যে জনহিতকর কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি’র সার্বিক নির্দেশনার প্রেক্ষিতে ওই খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।
এ কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলায় প্রতিটি উপজেলায় ৬০টি হারে সর্বমোট ৪২০টি আনসার ও ভিডিপি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, আলু, পিয়াজ ও সাবান বিতরণ করা হয়।
মো: শাহাবুদ্দীন, উপ মহাপরিচালক, আনসার ও ভিডিপি, চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ, চট্টগ্রাম মহোদয়ের সর্বাত্নক সহযোগিতায় এবং মো: সাহাদাত হোসেন, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বান্দরবান পার্বত্য জেলার সার্বিক তত্ত্বাবধানে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাগণ নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন।
জেলা কমান্ড্যান্ট মো: সাহাদাত হোসেন বান্দরবান সদর উপজেলার খাদ্য সামগ্রী বিতরণকালে তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয় মুজিববর্ষ উপলক্ষ্যে জনহিতকর কার্যক্রমের অংশ হিসেবে দেশের প্রতিটি উপজেলায় খাদ্য সহায়তা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় বান্দরবান পার্বত্য জেলায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বান্দরবান পার্বত্য জেলার সদস্যদের রাষ্ট্রীয় সকল কর্মসূচি ও বিভিন্ন জনহিতকর কাজে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সর্বস্তরের জনগণের কল্যাণ সাধন ও দেশের সার্বিক উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়া আমাদের একমাত্র ব্রত।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন