বেরোবিতে ‘গবেষণা পদ্ধতির নানা দিক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এইচ. এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘গবেষনা পদ্ধতির নানা দিক’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট এর আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত সেমিনার উদ্বোধন করেন উপাচার্য এবং ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট এর পরিচালক প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। তিন ঘন্টাব্যাপী চলা সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় (পি আর এল) এর অতিরিক্ত সচিব ড. কবির মোঃ আশরাফ আলম।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান এর সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ইন্সটিটিউট এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. প্রসন্নজিৎ সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ইতোপূর্বেও এই ইন্সটিটিউটের আয়োজনে বেশ কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে । ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট এর গতিশীলতা বাড়ানোসহ এর রিসার্চ ফেলোদের ভিন্ন ভিন্ন গবেষণার উপর বিশেষজ্ঞদের মতামত এবং ধারনা দেবার চেষ্টা করাই এ ধরনের সেমিনারের মূল লক্ষ্য।

সেমিনারে অংশগ্রহণ করেন ইন্সটিটিউট এর রিসার্চ ফেলোসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তারা।