‘ব্লু হোয়েল গেমের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে’

রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে নতুন আতঙ্ক ব্লু হোয়েল গেমের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) এ বিষয়ে অবহিত করা হয়েছে। তারা তদন্ত প্রতিবেদন দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্লু হোয়েল বিষয়ে একটি জাতীয় পত্রিকার প্রতিবেদন আমার দৃষ্টিগোচর হয়েছে। এ গেমে আসক্ত হয়ে বাংলাদেশে এ পর্যন্ত ৬১ জন আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। এ ব্যাপারে বিটিআরসির পাশাপাশি গোয়েন্দারাও তদন্ত শুরু করেছে।