ভারতের সাথে অমিমাংসিত সমস্যার সমাধান চাই : পিএনপি

পিএনপি চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন বলেছেন, সীমান্ত, তিস্তা, ফারাক্কা, করিডোরের শুল্কসহ অমিমাংসিত সমস্যার সমাধান ব্যাতিত স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর বাংলাদেশ জনগন গ্রহন করবে না। স্বাধীনতার ৫০ বছরে ভারতের সাথে সৃষ্ট সকল সমস্যার সৃষ্টির নায়ক ভারত। বরং বাংলাদেশ ও বাংলাদেশের জনগন এই সকল সমস্যার সমাধানে এগিয়ে গেলেও ভারতের শাসকগোষ্ঠি সমস্যা সমাধানে কোন আন্তরিকতার পরিচয় দিতে পারে নাই।

তিনি বুধবার বেলা ২ টায় মালিবাগ চৌধুরী পাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আগমনে দ্বিপাক্ষিক সকল সমস্যা সমাধানের দাবিতে প্রগিতশীল জাতীয়তাবাদী দল- পিএনপি’র উদ্যোগে দলের চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটনের সভাপতিত্বে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন দলের মহাসচিব আহমেদুর রহমান, যুগ্ম মহাসচিব টি.এম কামরুল হাসান হৃদয়, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান খোকন, মহিলা বিষয়ক সম্পাদিকা নাসিমা আক্তার, ছাত্র বিষয়ক সম্পাদক এম.এ আরিফ, কেন্দ্রীয় নেতা মো. নুরুল হোসেন। সংহতি বক্তব্য রাখেন জাতীয় জনমুক্তি পার্টির চেয়ারম্যান মো. মমতাজ উদ্দিন মজুমদার।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন বাংলাদেশ সফরে আসছেন তখনও সীমান্তে বাংলাদেশের নিরিহ মানুষ রক্ত ঝরছে। তিস্তা পারের মানুষ পানির জন্য হাহাকার করছে। দেশের প্রায় একতৃতীয়াংশ এলাকা মরুভুমিতে পরিনত হচ্ছে।

ফিরোজ মোহাম্মদ লিটন বলেন, স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর মহান মুক্তিযুদ্ধের চেতনার সাথে চরম বিশ্বাস ঘাতকতা। মুখে চেতনার নামে ফেনা তুললেও কার্যত সরকার মুক্তিযুদ্ধের চেতনা লালন করে না। জনগনকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলতে হবে।