মসিক নির্বাচনে জনপ্রিয়তায় মেয়র পদে টিটুর ঘড়ির গণসংযোগ

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী হওয়ার লক্ষে রাতদিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন প্রার্থীরা। আসছে ৯-মার্চ অনুষ্টিত হবে মসিক নির্বাচন। এ নির্বাচনে ব্যাপক প্রচারনা চালিয়ে জনমত জরিপে এগিয়ে রয়েছে মসিকের মেয়র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ি জননেতা মোঃ ইকরামুল হক টিটু।

ঘড়ি প্রতিকের প্রার্থী টিটু নিজে এমনকি তার কর্মি সমর্থকরা প্রত্যেকটি ভোটারদের কাছে গিয়ে জনপ্রিয় নেতা ইকরামুল হক টিটুর বিগত সময়ের দৃশ্যমান উন্নয়নমুলক কাজ নগরবাসির সুযোগ সুবিদার কথা তুলে ধরেন।টিটু বলেন আমাকে ৯-ই মার্চ নগরবাসী ভালবেসে ব্যাপক জনসমর্থন দিয়ে বিজয়ী করলে জনগণের প্রতি আজিবন পাশে থেকে কাজ করবো বলে আশাবাদী।

আমি সকলের সহযোগিতায় একটি উন্নত সুন্দর ময়মনসিংহ সিটি কর্পোরেশন গড়ে তুলবো। এসময় মেয়র প্রার্থী মোঃ ইকরামুল হক টিটুর ঘড়ি মার্কার পক্ষে জনসমর্থন চেয়ে কাজ করছে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব মোঃ আমিনুল হক শামীম সিআইপি।

শওকত জাহান মুকুল, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মোরশেদুল আলম জাহাঙ্গীর,দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফখরুল,শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ডঃ মোঃ সিরাজুল ইসলাম, উপপ্রচার সম্পাদক আলহাজ্ব মিরন চৌধুরী, আওয়ামী লীগ নেতা মুস্তাফিজ বাশার ভাসানী, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী।

ডাক্তার মফিদুল হক, স্বপন সরকার,প্রিন্সিপাল আশরাফ উদ্দিন,ডাক্তার দিলীপ দত্ত, মজিবর রহমান সরকার, এনামুল হক সরকার, মোঃ আবু হানিফ,শম্ভুগঞ্জ জিকেপি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুলতানা পারভীন,ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপক দিলরুবা শারমিন, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন,দপ্তর সম্পাদক গবেষক সুমন।

মহিলা আওয়ামী লীগ নেত্রী অধ্যাপক নুরুন্ নিসা খানম সুচি,অধ্যাপক তানিয়া সহ আরো অনেকেই কাজ করছেন। এব্যাপরে মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক গবেষক সুমন প্রতিনিধিকে বলেন মহানগর আওয়ামীলীগের সভাপতি জননেতা ইকরামুল হক টিটু একজন কর্মি বান্ধব নেতা।

সেজন্য টিটু ভাইকে আসছে মসিক নির্বাচনে ঘড়ি প্রতিকে নগরবাসী ব্যাপক জনসমর্থন দিয়ে বিজয়ী করবে।তার কাছে যে কোন পেশার লোকজন গিয়ে কথা বলতে পারে।তিনি আরো বলেন নির্বাচনের দিন যথই নিকটবর্তী হচ্ছে, টিটু ভাইয়ের ঘড়ি প্রতিকের জনপ্রিয়তায় রয়েছে সবার মুখে মুখে।