মিন্নীকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
বরগুনায় প্রকাশ্যে শাহনেওয়াজ রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় এর আগে নয়ন বন্ড ও তার সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেও এবার তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নীকেই ছেলে হত্যার সঙ্গে জড়িত বলে সন্দেহ করছেন রিফাতের বাবা ও মামলার বাদী আবদুল হালিম দুলাল শরীফ।
আজ রোববার সকাল ১১টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে মিন্নীর গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বরগুনার বিভিন্ন স্তরের লোকজন।
এ সময় মিন্নীকে গ্রেফতারের দাবি জানান দুলাল শরীফ।
বক্তারা বলেন, মিন্নীকে আটক করে পুলিশ জিজ্ঞসা বাদ করলে আরো অনেক কিছু বের হয়ে আসবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন