যশোরের কেশবপুর গড়ভাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে (৮ জুলাই) শনিবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গড়ভাঙ্গা ক্রিকেট কাউন্সিলের আয়োজনে নাক কান গলা, মেডিসিন ও স্ত্রীর বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা সেবা প্রদান ক‌রেন।

গড়ভাঙ্গা ক্রিকেট কাউন্সিলের সভাপতি অভিজিৎ বসুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তাহের ও শিক্ষক আতিয়ার রহমানের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস কুমার দে, আলতাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, বাবুর আলী গোলদার, প্রভাষক আলী আব্বাস,

কৃষক লীগনেতা হরি গোপাল বসু, ইউপি সদস্য রেজাউল করিম রেজা, সালমা বেগম, গড়ভাঙ্গা ক্রিকেট কাউন্সিলের কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সহ-সভাপতি তন্ময় বসু, সহ-সভাপতি সুজিত নয়ন বসু, সাংগঠনিক সম্পাদক মধুসূদন মজুমদার, বাশারুল ইসলাম, ওয়াহিদুজ্জামান কাঞ্চন, সদস্য মুকুল হোসেন, অপূর্ব মন্ডল, দিপু মন্ডল, আরাফাত হোসেন, কামাল হোসেন, আশিকুর রহমান, সুজয় মন্ডল, তৌফিক হোসেন,আসিফ আহমেদ, তাহাসিন মোশারাত, ফাহিম মুস্তাসির, নাজমুল হোসেন, আনন্দ বসু প্রমুখ।

মেডিকেল ক্যাম্পে ফ্রী স্বাস্থ্যসেবা প্রদান করেন ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার উৎপল কুমার সরকার, যশোর আধুনিক হাসপাতালের এমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার পাপ্পু ব্যানার্জি ও গাইনোলজি আদ-দ্বীন ছকিনা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার হাফিজা আক্তার। মেডিকেল ক্যাম্পে ৩ শতাধিক মানুষের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।