যশোরের ঝিকরগাছায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্য বিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড রুখতে যশোরের ঝিকরগাছায় ১৪ টি বিটে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অপরাধ দমনে জনগণের সাথে সরাসরি স্পমৃক্ত থাকার জন্য শনিবার (৩০ জুলাই) বিকাল ৩ টায় উপজেলার ১৪ টি কেন্দ্রে এ সমাবেশের আয়োজন করা হয়।

এসময় বিভিন্ন কেন্দ্রে প্রধান অতিথি হিসাবে ঝিকরগাছা পৌরসভার ৭,৮ ও ৯ নং কেন্দ্রে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সাইফুল ইসলাম, নাভারন ও গদখালী কেন্দ্রে ছিলেন নাভারন ‘ক’ সার্কেল এসপি জুয়েল ইমরান, শিমুলিয়া, গংগানন্দপুর ও পৌরসভার ১,২,৩,৪,৫,৬ নং কেন্দ্রে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত, হাজিরবাগ, বাকড়া এবং শংকরপুরে ছিলেন বাকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামরুজ্জামান, মাগুরায় ছিলেন যশোর জেলা ডি আই ও মশিউর রহমান, মাগুরা ইউনিয়ন বিট অফিসার এস আই আব্দুর রহমান, সহকারী বিট অফিসার এ এস আই ইকরামুল।

এছাড়াও সকল বি‌টে উপ‌স্থিত ছি‌লেন বিট অ‌ফিসারগন,স্থানীয় জনপ্র‌তি‌নি‌ধিগন, মু‌ক্তি‌যোদ্ধা,‌শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ, সামা‌জিক নেতৃবৃন্দ প্রমূখ।