যাত্রীসহ যানবাহন নিয়ে ডুবে গেছে ফেরি

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পদ্মা নদীতে আটকে পড়া ফেরি রজনীগন্ধা যাত্রীসহ যানবাহন নিয়ে ডুবে গেছে। কুয়াশার কারণে নদীতে নোঙর করে রাখা ফেরিটিতে একটি বলগেট ধাক্কা দেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

আজ ভোররাতে এ ঘটনা ঘটে। ফেরিটিতে ৯টি ট্রাকসহ অর্ধ শতাধিক যাত্রী ছিল বলে জানা গেছে। খবর পাওয়ার পর দুই ঘাটের নিকটবর্তী ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা উদ্ধার কাজে অংশ নিয়েছে।

জানা যায়, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিনগত রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। এমন অবস্থায় পাটুরিরা ৫নং ঘাটের কাছাকাছি অবস্থানে থাকা ফেরিটি বাল্ডহেডের ধাক্কায় পদ্মা নদীতে ডুবে যায়।