রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডিতে পৃথক অভিযানে ৬৬০০ ইয়াবাসহ গ্রেফতার ৭

রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ সময় সাত ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (৩০ এপ্রিল) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক (মিডিয়া) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ডিএনসির মোহাম্মদপুর সার্কেল পরিদর্শক সাজেদুল আলমের নেতৃত্বে একটি টিম প্রথমে দক্ষিণখানের কাওলা এলাকায় অভিযান চালায়। এ সময় ৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ জাহিদ হাসান (৩৫) ও রাজু আহম্মেদ (৩২) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।

পরে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে নুর (২২) ও মঞ্জুর আলম (১৯) নামের দুজনকে ২ হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এছাড়াও তেজগাঁও শিল্পাঞ্চলের কলোনি বাজার এলাকা থেকে ফয়সাল (৩৮) ও টিটু মিয়া (৩০) নামের দুজনকে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

অপর একটি অভিযানে মোহাম্মদপুরের টাউন হল এলাকা থেকে মো. ইমরান হোসেনকে (২০) ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

মেহেদি হাসান আরও জানান, এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।