রাজধানীসহ সারাদেশে ‘মাস্ক পরে নামাজে আসুন’ ঘোষণা মসজিদের মাইকে

রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণরোধে মুসল্লিদের সকলকে মাস্ক পরে মসজিদে যাওয়ার অনুরোধ জানিয়ে মাইকে ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) জুমার নামাজের আজানের আগে মসজিদ এমন ঘোষণা দেওয়া হয়।

রাজধানীর পুরান ঢাকার লালবাগসহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের আগে তারাও কয়েকদফা মাইকে মাস্ক পরে মসজিদে যাওয়ার অনুরোধ জানানোর ঘোষণা শুনেছেন।

সরেজমিন মসজিদে দেখা গেছে, বিভিন্ন মসজিদের প্রবেশমুখে কমিটির সদস্যরা দাঁড়িয়ে মুসল্লিদের মুখে মাস্ক রয়েছে কি না, তা দেখছেন।

আজিমপুর নতুন পল্টন এলাকার বাসিন্দা সারওয়ার আলম বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে সংক্রমণ বাড়ছেই। সংক্রমণরোধে সরকার সব সময় মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলাসহ ১১ দফা নির্দেশনা দিয়েছেন। সচেতন মানুষ হিসেবে সবার সরকারি নির্দেশনা মেনে চলা উচিত।

গত বছর অর্থাৎ ২০২১ সালে বছর শুরুর পর তৃতীয় সপ্তাহ পর্যন্ত করোনার সংক্রমণের হার ২ শতাংশের কম ছিল। তবে চলতি বছরের ১৩ জানুয়ারি সংক্রমণের হার ১২ শতাংশ ছাড়িয়েছে। একই সঙ্গে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও বেড়েছে।

দেশে ২০২০ সালের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম রোগীর মৃত্যু হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় ১২ জনসহ দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১২৩ জনে। তাদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৯৮৩ জন ও নারী ১০ হাজার ১৪০ জন।

একদিনে সরকারি ও বেসরকারি ৮৫৩টি ল্যাবরেটরিতে ২৭ হাজার ৪৮৬টি নমুনা সংগ্রহ ও ২৭ হাজার ৯২০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৭ লাখ ৭৮ হাজার ২২১ জন।